Sat. Jan 25th, 2020

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

সিলেট প্রেসক্লাব ভবনে হবে জার্নালিজম ইনস্টিটিউট

1 min read

সিলেট প্রেসক্লাব ভবনের ৫ম তলায় সাংবাদিকতা শিক্ষার একটি উচ্চতর ইন্সটিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ড. গোলাম রহমানের নেতৃত্বাধীন সেন্টার ফর জার্নালিজম স্টাডিজ এর ক্যাম্পাস প্রতিষ্ঠা করা হবে এ ভবনে। এ লক্ষ্যে সিলেট প্রেসক্লাব ভবনের ৫ম তলার ১৬০০ বর্গফুট স্পেস ভাড়া নিচ্ছে প্রতিষ্ঠানটি। রোববার সাইট পরিদর্শন করে প্রতিষ্ঠানটির লোকেশন সম্ভাব্যতা নিয়ে সন্তুষ্টির কথা জানান সেন্টার ফর জার্নালিজম ইনস্টিটিউট এর অন্যতম উদ্যোক্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস। তিনি জানান, প্রাথমিকভাবে এ ইন্সটিটিউটে সাংবাদিকতা বিষয়ক ডিপ্লোমা ও বিভিন্ন শর্টকোর্স পড়ানো হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় এসব কোর্সের এফিলিয়েশন দেবে। পরবর্তীতে ধাপে ধাপে এটিকে পূর্ণাঙ্গ অনার্স ও উচ্চতর মাস্টার্স ডিগ্রী অধ্যয়নের উপযোগী ইন্সটিটিউট হিসেবে উন্নীত করা হবে। ইন্সটিটিউটটি প্রতিষ্ঠিত হলে সিলেট অঞ্চলে সাংবাদিকতা পেশার গুনগত অগ্রগতিতে একটি মাইলফলক রচিত হবে।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.