Sat. Jan 25th, 2020

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

স্পেন আসছেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান . . . . . . প্রস্তুত সভায় এক মঞ্চে সকলনেতাকর্মী

1 min read

স্পেন  আসছেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান

________________________________________

. . . . . . প্রস্তুত সভায় এক মঞ্চে সকলনেতাকর্মী

 

বকুল খান স্পেন ,থেকে

 

স্পেন আওয়ামী লীগের গ্রুপিং,লবি সব ছাপিয়ে এক প্লাটফর্মে  এক প্লাটফর্মে নেতাকর্মীরা |সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর আগমন উপলক্ষে  এক বিশাল মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে আগামী দশই জুলাই রাতে মাদ্রিদ এর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হবে বহুকাঙ্খিত এ মতবিনিময় সভা |এ উপলক্ষে  আয়োজিত প্রস্তুতি সভায় স্পেন আওয়ামীলীগের সিনিয়র নেতা এ এস আই রবিনের উদ্যোগে সকল পর্যায়ে তৃণমূলের নেতাকর্মীরা মধ্যে উপস্থিত ছিলেন, ,দুলাল সাফা ,আব্দুল কাইয়ুম সেলিম ,আব্দুল কাদের ঢালী ,আব্দুর রহমান ,আইয়ুব আলী সোহাগ ,একরামুজ্জামান কিরণ ,বদরুল মাস্টার ,শ্যামল তালুকদার ,দবির তালুকদারআজম খান ,জসিম উদ্দিন ,জালাল আহমেদ , তামিম চৌধুরি ,বেলাল আহমেদ ,রফিক খান,সায়েম সরকার , সরকার  ইফতেখার আলম ,|যেকোনো মূল্যে মতবিনিময় সভা সফল সুন্দর করতে সকলের আন্তরিক সহায়তা চেয়েছেন নেতৃবৃন্দ | স্পেন আমেরিকা দীর্ঘদিনের দ্বন্দ্ব ও মতানৈক্য নিরসনে মূলত  আগামী 10 তারিখ সর্ব ইউরোপ আওয়ামীলীগএর  সভাপতি নজরুল ইসলামও সম্পাদক মুজিবুর রহমান  সাংগঠনিক সফরে স্পেন  আসছেন |এ নিয়ে ব্যাপক তোরজোর লক্ষ্য করা যাচ্ছে |মালটা ,গ্রিস এর পরেই এখন.. স্পেন এর এ সফর খুবই গুরুত্বপূর্ণ ভাবছেন আওয়ামীলীগের নেতাকর্মীরা |দীর্গদিনের বিরোধ মিটিয়ে একটি আহ্বায়ক কমিটি অথবা সম্মেলন. প্রস্তুতি কমিটি হওয়ার সম্ভবনা রয়েছে |ইতিমধ্যে আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের প্রতি ব্যাপক উৎসাহ -উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে ,কেননা স্পেন. আওয়ামীলীগ প্রতিষ্ঠার পরথেকে কখনোই একক ভাবে কাজ করতে পারেনি ,এক গ্রূপ দায়িত্ব পেলে অন্য গ্রূপ এ নেতৃত্ব কে মেনে নেয়নি |এ দ্বিধা -দ্বন্ধের কারণে তৎকালীন সর্ব ইউরোপ আওয়ামীলীগের নেতৃত্ব কে দ্বায়ী করা হয় | কারা আসতে পারেন আগামী কাউন্সিলে নতুন নেতৃত্বে এ নিয়ে  মাঠ পর্যায়ে সরেজমিন ঘুরেফিরে  এসেছে বেশ কয়েকজন নবীন  প্রবীণ এর নাম. |

তবে এবার লক্ষণীয় বিষয়  হচ্ছে তৃণমূল  পর্যায়ের নেতা  এবং পরীক্ষিত কর্মী নাহলে সামনের কাতারে আসতে পারবেন. না ,এটা সর্ব ইউরোপ আওয়ামীলীগের সভাপতি নজরুল. ইসলামের  প্রতি খোদ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে |

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.