Fri. Feb 28th, 2020

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

স্লোভেনিয়ায় অর্ধশতাব্দী পর প্রথম মসজিদ নির্মাণ

1 min read

ইউরোপের ক্যাথোলিক প্রধান দেশ স্লোভেনিয়ায় প্রথমবারের মতো নির্মিত হচ্ছে একটি মসজিদ।

১৯৬০-এর দশকে দেশটি যখন কমিউনিস্ট দেশ যুগোস্লাভিয়ার অংশ ছিল, তখন থেকেই সেখানকার মুসলিমরা একটি মসজিদ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। খবর আরব নিউজের।

 

স্লোভেনিয়ার দৃষ্টিনন্দন মসজিদটি দেশটির মুসলিমদের দীর্ঘদিনের অপেক্ষার ফসল। এ অঞ্চলে বসবাসরত মুসলিমরা দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে মসজিদ নির্মাণে চেষ্টা করে আসছিলেন। কিন্তু দেশীয় বিভিন্ন গোষ্ঠীর বিরোধিতার কারণে তা নির্মাণ সম্ভব হয়নি।

মুসলমানদের সে চেষ্টা অবশেষে সফলতার মুখ দেখেছে। অর্ধশতাব্দীর প্রতীক্ষার পর তারা মসজিদ নির্মাণের সুযোগ পেয়েছেন। মসজিদটির নির্মাণকাজ এখন প্রায় শেষের দিকে।

মসজিদ না থাকার অজুহাতে স্লোভেনিয়া ২০১৫ সালে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার মুসলিম শরণার্থীদের আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তারা সেই সময় বলেছিলেন– ‘দেশটিতে মুসলিমদের জন্য কোনো মসজিদ নেই। স্লোভেনিয়ায় তাদের আশ্রয় দিলে তারাই নানা ধরনের সমস্যার মুখোমুখি হবে।

স্লোভেনিয়ায় মসজিদ নির্মাণ নিঃসন্দেহে দেশটির মুসলিমদের জন্য সুখবর। তারা দীর্ঘদিন ধরে মসজিদের দাবি করে আসছিলেন।

যেসব মুসলিম শরণার্থী ইতিমধ্যে দেশটিতে আশ্রয় নিয়েছেন, তাদের জন্যও এটি একটি সুসংবাদ। ৫০ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর হলেও স্লোভেনিয়ায় মসজিদের মিনার থেকে উচ্চারিত হবে আজানের সুমহান আহ্বান।

যুগোস্লাভিয়া ভেঙে যেসব রাষ্ট্র গঠন করা হয়েছে, তার মধ্যে স্লোভেনিয়াই মসজিদ নির্মাণ বাকি ছিল। এখন সেই অভাবও দূর হলো।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.