Thu. Jan 23rd, 2020

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

৩৫তম দিনেও আন্দোলনে গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি কর্মচারীরা

1 min read

 

গোপালগঞ্জ প্রতিনিধি :

চাকুরী স্থায়ীকরণ, বকেয়া বেতন পাওয়াসহ তিন দফা দাবীতে ৩৫-তম দিনের মত অবস্থান কর্মসূচী পালন করেছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দৈনিক মুজুরীর ভিত্তিতে কর্মরত ১৭৬ জন কর্মচারী।
মঙ্গলবার বেলা ১১টার দিকে শীত উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় কর্মচারীরা। পরে তারা সেখানে বসে অবস্থান কর্মসূচী পালন করে। এসময় চাকুরী স্থায়ীকরণসহ তিন দফা দাবী লেখা প্লাকার্ড প্রদর্শন করে বিভিন্ন স্লোগান দেয়। অবস্থান কর্মসূচী চলাকালে কর্মচারী শেখ নাহিদ, কোহিনূর বেগম বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন, চাকুরী স্থায়ীকরন না হওয়ায় বিগত ৪ মাস ধরে বেতন ভাতা থেকে বঞ্চিত হচ্ছে কর্মচারীরা। ৩০ জানুয়ারীর মধ্যে দাবী নেমে নেয়ার আহবান জানান তারা। তিন দফা দাবী হল, চাকুরী স্থায়ীকরণ, বেতন বেতন পরিশোধ ও নীতিমালা প্রনয়ন করা।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.