Thu. Feb 27th, 2020

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

৬৫ বছরের দাম্পত্য জীবন শেষে একইদিনে মারা গেলেন স্বামী-স্ত্রী

1 min read

বিয়ের পর ৬৫ বছর একসঙ্গে জীবন যাপনের পর একইদিনে সোমবার মারা গেলেন আরব আমিরাতের এক দম্পতি। তাদের পাশাপাশি দফন করা হয়েছে বলেও জানা গেছে।

রাস আল-খেইমাহ এলাকার ওয়াদি গালেইলায় তারা বসবাস করতেন। ৯০ বছর বয়সী স্ত্রী শাইখা সোলাইমান আল-হাবসা মারা যাওয়ার সাড়ে ১২ ঘণ্টা পর পরপারে চলে গেলেন ১০৭ বছর বয়সী গাজি আলী গাজি।-খবর গালফ নিউজের

 

তাদের পরিবারের এক সদস্য বলেন, আমি খুবই ব্যথিত। কিন্তু আমি জানি, তারা শান্তিতে রয়েছেন।

সোমবার ভোর চারটায় প্রথমে স্ত্রী মারা যান। পরে বিকাল সাড়ে পাঁচটায় মারা যান তার স্বামী। একসঙ্গে থাকাকালীন এই দম্পতি খুবই কম সময় নিজেদের থেকে আলাদা ছিলেন।

তাদের নাতনি মোহাম্মদ আলী আল-শেহহি বলেন, তার দাদা বেশ কিছু বয়সজনিত রোগে ভুগছিলেন। তিনি অচেতন ছিলেন। স্ত্রী মৃত্যু সম্পর্কে তিনি কিছুই জানতেন না।

পরিবারের জন্য এটা বড় একটি আঘাত বলে তিনি জানান। প্রয়াত এই দম্পতির দুই মেয়ে ও এক ছেলে রয়েছেন। ছেলের বয়স ৬০ বছর। আর মেয়ে তার চেয়ে কয়েক বছর বড়।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.