
বিয়ের ৪০ বছর পর মেয়র টরির উপলব্দি
গুনে গুনে চল্লিশ বছর আগে দুজনে মিলে এই চার্চটায় এসেছিলেন তারা।ওয়েষ্ট এন্ড গল্ফ কোর্সের রেস্টুরেন্টে খেয়েছিলেন। ঠিক চল্লিশ বছর পর তারা আবার সেই জায়গাগুলোই ঘুরে বেড়ালেন দুজনে। চল্লিশ বছর আগে এই দিনে যে পোশাকটি পড়েছিলেন বারবারা নামের মেয়েটি খুঁজে খুঁজে সেই পোশাকটিই পড়লেন তিনি। সঙ্গী টরি এই দিনের একটি ছবির সাথে চল্লিশ বছর আগের এই দিনটার ছবিটিও টুইট করে দিলেন।এই টরি আর কেউ নয়, টরন্টোর সিটি মেয়র জন টরি।
রোববার ছিলো টরি আর বারবারার ৪০তম বিয়ে বার্ষিকী। বিয়ে বার্ষিকীটি উদযাপনে তারা ১৯৭৮ সালের বিয়ের দিনটিকেই ফিরিয়ে আনার চেষ্টা করেন। সেই দিনটিকে ফিরে পেতেই তারা ছুটে যান সেই চার্চটিতে যেখানে তাদের বিয়ে হয়েছিলো, খেতে যান সেই রেস্টুরেন্টে যেখানে তাদের বিয়ের অনুষ্ঠানটি হয়েছিলো।
৪০ বছরের সময়ে তাদের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় কি?- প্রশ্নের জবাবে সহাস্যে টরি জানিয়েছেন- এখনো আমরা একে অপরের কথা