
মেয়র প্রার্থী কামরানকে বৃহত্তর ময়মনসিংহ সমিতির সমর্থন
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে সমর্থন জানিয়েছে সিলেটস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতি। বুধবার রাতে নগরীর তালাতলাস্থ গুলশান সেন্টারে অনুষ্ঠিত সমিতির সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভায় সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী কামরানের প্রতি সমর্থন জানানো হয়।
বৃহত্তম ময়মনসিংহের অধিবাসী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও সমিতির সাবেক সভাপতি লোকমান হাকিমের সম্মানে এ সংবর্ধনা সভায় আয়োজন করা হয়।
সমিতির সভাপতি ডা. ছফির উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিকুল আলম বাবলুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সমিতির সাবেক সভাপতি লোকমান হাকিম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক র