
কানাডায় ভূত দিবস!
লুতফুর রাহমান মনি :বিশ্বের অন্যান্য দেশের মতো ৩১ অক্টোবর কানাডাতেও ঐতিহ্যবাহী ভৌতিক উৎসব হ্যালোউইন পালিত হচ্ছে। তাই ভূত দিবসে টরেন্টো শহরে হ্যালোউইনের হুর-পরী-ভূত-পেত্নী ভর্তি। বিচিত্র ভৌতিক, আজব পোশাক পরে অদ্ভুত সাজগোজ করে ছেলেমেয়ে, তরুণ-তরুণীরা মেতে উঠছে। মুখোশ পরে বাসায় বাসায় গিয়ে চকলেট ‘ভিক্ষা’ করে ব্যাগ ভরছে।
কমলার রঙের মিষ্টি কুমড়ার ভেতর আলো জ্বেলে অথবা মোমবাতি জ্বালিয়ে অগ্ন্যুৎসবে মৃত্যুর দেবতা, আঁধারের রাজপুত্র এবং মৃত আত্মাদের অতিথি হয়ে আসার জন্য স্বাগত জানানো হয়। অনেকেই হ্যালোউইনকে কুসংস্কার অংশ বলে আখ্যায়িত করেছে।
উল্লেখ্য, স্কটিশ শব্দ হ্যালোউইনের অর্থ হল পবিত্র সন্ধ্যা । ১৯শ শতকে আইরিশ ও স্কটিশ অভিবাসীরা এই ঐতিহ্য উত্তর আমেরিকায় নিয়ে আসেন। তারপর থেকেই প্রতিবছর ৩১ অক্টোবর হ্যালোউইন পালিত হচ্ছে।