
বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ডকে সামনে রেখে ফ্রান্সে বাংলা কাগজের মতবিনিময়
এনায়েত সুহেল ঃ যুক্তরাজ্য স্পেন ও বাংলাদেশ থেকে প্রকাশিত বাংলাভাষী সংবাদপত্র বাংলা কাগজ ফ্রান্সের প্যারিসে ঝাকঝমকপূর্ণভাবে আয়োজন করতে যাচ্ছে বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড - ২০১৮। আগামী ১ এপ্রিল ২০১৮ ফ্রান্সের প্যরিসের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া এই কমিউনিটি এওয়ার্ড সফল করতে ফ্রান্সের বাঙালী কমিউনিটির অংশগ্রহন ও সহযোগিতার প্রত্যাশায় যুক্তরাজ্য থেকে বাংলা কাগজের একটি প্রতিনিধি দল প্যারিসে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারী প্যারিসের গার্ড ডে নর্দের একটি রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব সুনাম উদ্দিন খালিকের সভাপতিত্বে ও বাংলা কাগজ এবং সময় টিভির ফ্রান্স প্রতিনিধি লুৎফুর বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলা কাগজের ফ্রান্স ব্যুরো প্রধান চ্যানেল আই ইউরোপের এনায়েত সুহেল। ফ্রান্সে বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড