প্রকাশিত:শুক্রবার, ১৯ জুন ২০২০ ০১:০৬
আহমাদুল কবির, মালয়েশিয়া: আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে শোক সভা করেছে মালয়েশিয়া আওয়ামীলীগ।
বৃহস্পতিবার ১৮ জুন রাজধানী কুয়ালালামপুরের সেন্টুলে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
আওয়ামীলীগ নেতা মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে ও কামরুজ্জামান কামালের সঞ্চালনায় শোক সভায় বক্তারা বলেন, প্রয়াত তিন নেতাই আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করে গেছেন। তাদের মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
বিএনপি-জামায়াতের স্বৈরাচারী গণবিরোধী শাসনের বিরুদ্ধে আন্দোলনে অগ্রণী সাহসী ভূমিকার জন্য প্রয়াত তিন নেতা চিরস্মরণীয় হয়ে থাকবেন।
তাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘয়ূ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।
মোনাজাতে অংশ নেন, বীর মুক্তিযোদ্ধা সওকত হোসেন পান্না, আওয়ামীলীগ নেতা, জসিম উদ্দিন চৌধুরী, দাতো আকতার হোসেন, মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম বাবুল হাসান, সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) এ আর সোহাগ, কুয়ালালামপুর মহানগর আওয়ামিলীগের সভাপতি এ আর মামুন, সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লা, সহ সভাপতি আরজু আহমেদ, যুগ্নসাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান সরকার, মো: রাজিব আহমেদ,আক্তার হোসেন, সাচ্চু মিয়া প্রমূখ।
Head Office :
2152 – B, Westchester Ave,
Bronx, New York 10462
United States Of America.
Tel : 347 656 4623 (News), 718 823 7535 (Office), 929 261 8340 (CEO), 718 823 7538 (Fax).
Email :
report.banglanewsus@gmail.com (News),
riyahdahad@banglanewsus.com (Editorial)
info@banglanewsus.com (Advertisement)
ceo@banglanewsus.com (Event And Others).
First Fully Online Daily For The Worldwide
South Asian Community Jointly Published From
United States Of America, Great Britain
And Canada On Be-Half Of
POSITIVE INTERNATIONAL INC
@ 2014-2020
Developed BY : positiveitusa.com
Design and developed by positiveitusa.com