প্রকাশিত:সোমবার, ০৮ জুন ২০২০ ০২:০৬
করোনা মহামারীতে বিশ্ব অর্থনীতি ধ্বংসের মুখামুখি, তবে বুদ্ধিমানরা সমসাময়িক অবস্হার মোকাবিলা করে আল্লাহর উপর ভরসা রেখে সামনের দিকে অগ্রসর হতে হবে ৷ আমেরিকার অামদানীর পরিমান ৩ হাজার ১ শত বিলিয়ন ডলার ৷জানিনা আগামীতে কত হবে ৷ মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন আমেরিকান সরকার ও কংগ্রেসের প্রতি আবেদন জানিয়েছেন বাংলাদেশকে ডিউটি ফ্রি বানিজ্যিক সুবিধা দিয়ে সাহায্য করতে ৷ তবে ডিউটি ফ্রি বানিজ্যিক সুবিধা পেতে হলে আমেরিকান কংগ্রেসে বিল উত্থাপন করে পাশ করে নিতে হবে ৷ ২০০৫ সালে কংগ্রেসম্যান ক্রাউলির সহায়তার ডিউটি ফ্রি বানিজ্য বিল H.R.886 কংগ্রেসে উত্থাপিত হলেছিল,লবিং এর অভাবে বিলটি পাশ হয়নি ৷ জনাব ডাঃএমএম বিল্লাহ, জনাব ফার্মাসিষ্ট আমিন উল্লাহ ও আমি হাসান আলী বিলটি উত্থাপনে উদ্যোগ নিয়েছিলাম ৷ আবার বিলটি কংগ্রেসে উত্থাপনে জনাব এটর্ণী মঈন চৌধুরী,জনাব ফখরুল ইসলাম দেলওয়ার, জনাব জহিরুল ইসলাম,জনাব সালেহ আহমদ সাহেব সহ পলিটিকেল একটিভিষ্টদের এগিয়ে আসার বিনীত অনুরোধ জানাচ্ছি ৷ আমেরিকার ৩৩ কোটি জনগণের চাহিদামত গার্মেন্ট, ফার্নিসার,ঔষধ, জুতা সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বাংলাদেশে তৈরী করে আমেরিকায় রপ্তানী করতে পারলে আমেরিকার সাথে বাংলাদেশের বানিজ্য কয়েকগুণ বৃদ্ধি করা যাবে ৷এছাড়াও সাউথ আমেরিকার ১২ দেশের ৪২ কোটি মানুষেরও বিরাট মার্কেট আছে (ব্রাজিলে ২০ কোটি) ৷তাই মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন সাহেব বাংলাদেশী আমেরিকান পলিটিকেল একটিভিষ্টদের সাথে এখন থেকে যোগাযোগ বৃদ্ধি করার বিনীত অনুরোধ জানাচ্ছি ৷আল্লাহ আমাদের সহায় হউন ৷
হাসান আলী,প্রেসিডেন্ট অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকান ৷
Head Office :
2152 – B, Westchester Ave,
Bronx, New York 10462
United States Of America.
Tel : 347 656 4623 (News), 718 823 7535 (Office), 929 261 8340 (CEO), 718 823 7538 (Fax).
Email :
report.banglanewsus@gmail.com (News),
riyahdahad@banglanewsus.com (Editorial)
info@banglanewsus.com (Advertisement)
ceo@banglanewsus.com (Event And Others).
First Fully Online Daily For The Worldwide
South Asian Community Jointly Published From
United States Of America, Great Britain
And Canada On Be-Half Of
POSITIVE INTERNATIONAL INC
@ 2014-2020
Developed BY : positiveitusa.com
Design and developed by positiveitusa.com