Sun. Feb 23rd, 2020

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

দৃশ্যমান হলো ৩১৫০ মিটার পদ্মা সেতু

1 min read

শরীয়তপুর :
দক্ষিন-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মাসেতুর ৩২ ও ৩৩ নম্বর পিলারের উপর ২১তম স্পেনটি বসানোর মধ্যদিয়ে ৩১৫০ মিটার দৃশ্যমান হলো। মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের জাজিরা প্রান্তে এ স্পেনটি বসানো হয়েছে। ইতোমধ্যে সেতুর প্রায় ৮৫ ভাগ কাজ শেষ হয়েছে বলে সেতু বিভাগের প্রকৌশলী হুমায়ুন কবীর আমাদের প্রতিনিধিকে এ খবর নিশ্চিত করেছেন।
পদ্মাসেতু বিভাগ সূত্রে জানাগেছে, ১৪ জানুয়ারী সকালে মাওয়ার মুন্সিগঞ্জের কুমারভোগের বিষেশায়িত জেডি থেকে ২১তম স্পেন নিয়ে শক্তিশালী ভাসমান ক্রেন তিয়া নি হাউ জাজিরার উদ্দেশ্যে রওনা হয়। সকাল অনুমান ১১টায় স্পেনটি নিয়ে জাজিরা প্রান্তে পৌছায় । মঙ্গলবার বিকেল ৩টায় ৩২ও ৩৩২ নম্বার পিলারের উপর স্পেনটি বসানোর মধ্যদিয়ে পদ্মাসেতুর কাজ আর একধাপ এগিয়ে যায়। এ নিয়ে জাজিরা প্রান্তে ১৩টি স্পেন বসানো হলো। জাজিরা প্রান্তে দৃশ্যমান হলো ১৯৫০ মিটার। অপরদিকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ৮ স্পেন বসানো হয়েছে। এ নিয়ে পদ্মা সেতুর মোট দৃশ্যমান হলো ৩১৫০ মিটার। ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর সেতুর ১ম স্পেন, ২০১৮ সালের ২৮ জানুয়ারী দ্বিতীয় স্পেন, ১০ মার্চ তৃতীয় স্পেন, ১৩ এপ্রিল ৪র্থ স্পেন, ২৯ জুন ৫ম স্পেন, ২০১৯ সালে ২৩ জানুয়ারী ৬ষ্ট স্প্যান, ২০ ফেব্রুয়ারী ৭ম স্পেন, ২০মার্চ ৮ম স্পেন, ১৮ এপ্রিল ৯ম স্পেন বসানো হয়।মঙ্গলবার স্পেনটির বসানোর মাধ্যমে জাজিরা প্রান্তে পদ্মাসেতুর ১৯৫০ মিটার দৃশ্যমান হল। প্রতিটি স্পেনের দৈর্ঘ্য ১৫০ মিটার। ৪২টি পিলারের উপর ৪১টি স্পেন বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মাসেতু নিমার্ন করা হবে। এর মধ্যে সবকটি পিলারের পাইলিংয়ের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে সেতু বিভাগ। এ স্পেনটি বসানোর সংবাদে পদ্মা পাড়ের মানুষের মধ্যে ব্যাপক আনন্দ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পদ্মাসেতুর কাজ শেষ হলে দক্ষিন পশ্চিমাঞ্চলের সঙ্গে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। দেশের অর্থনৈতিতে নুতন মাত্রা যোগ হবে। পদ্মাসেতুর দু’পাড়ে গড়ে উঠবে বিশ্বমানের শহর। কল-কারখানায় ভরে উঠবে এ এলাকা। শ্রমজীবি মানুষের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সারা দেশের সাথে দক্ষিন পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে।
মঙ্গল মাঝির ঘাটের মোসলেম মাদবর বলেন, আমরা জমিজমা দিয়ে ও শা›িত পেয়েছি। ধীরে ধীরে পদ্মাসেত কাজ এগিয়ে যাচ্ছে। আজ ২১তম স্পেন বসছে দেখে খুশী হলাম। আশা করি পদ্মাসেতু ২০২১ সালের মধ্যে যানবাহন চলাচলের উপযোগী হবে।
সেতু বিভাগের প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর বলেন, মঙ্গলবার পদ্মাসেতুর ২১ তম স্পেনটি বসানো হলো। ইতোমধ্যে সেতুর প্রায় ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী বছরের জুলাই মাসের মধ্যে সবক’টি স্পেন বসিয়ে সেতুটি দৃশ্যমান করে তুলবো বলে আশা করছি।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.