প্রকাশিত:বুধবার, ০৬ জানু ২০২১ ০৫:০১
মাজহারুল ইসলাম (রুবেল) শিবচর (মাদারীপুর)
“৫৬ হাজারবর্গ মাইলেরশিল্পসংস্কৃতিরআলো” পৌছে দেওয়ার প্রেরণায়বাংলাদেশ শিল্পকলাএকাডেমিরআয়োজনে দেশের “১০ উপজেলায়”শিল্পকলাএকাডেমির মুক্ত মঞ্চে ২ দিনব্যাপীসাংস্কৃতিকউৎসবশিবচরেঅনুষ্ঠিতহলো। জাতীয়সংসদেরচিফহুইপনূর-ই-আলম চৌধুরীএমপিশিবচরউপজেলাপরিষদের সম্মেলনকক্ষ থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানেরউদ্বোধনকরেন। ভার্চুয়ালিঅনুষ্ঠানে অংশ গ্রহনকরেনসাংস্কৃতিকবিষয়কমন্ত্রণালয়েরসম্পর্কিতসংসদীয় স্থায়ীকমিটিরসভাপতিসিমিন হোসেনরিমিএমপি। উপস্থিত ছিলেনসাংস্কৃতিকবিষয়কমন্ত্রনালয়েরসচিব মোঃবদরুলআরেফিন। বাংলাদেশ শিল্পকলাএকাডেমিরমহাপরিচালকলিয়াকতআলীলাকীঅনুষ্ঠানেরসভাপতিত্ব করেন।
জানাযায়, “৫৬ হাজারবর্গ মাইলেরশিল্পসংস্কৃতিরআলো” পৌছে দেওয়ার প্রেরণায়বাংলাদেশ শিল্পকলাএকাডেমিরআয়োজনে দেশের “১০ উপজেলায়”শিল্পকলাএকাডেমির মুক্ত মঞ্চেমাসব্যাপীসাংস্কৃতিকঅনুষ্ঠানের অংশ হিসেবে সোমবারসন্ধায়শিবচরউপজেলা চৌধুরীফিরোজা বেগম মুক্তমঞ্চে উপজেলাশিল্পকলাএকাডেমির উদ্যোগে ২দিন ব্যাপীমনোজ্ঞসাংস্কৃতিকঅনুষ্ঠানশুরু হয়। অনুষ্ঠানেরপ্রধানঅতিথি জাতীয়সংসদেরচিফহুইপনূর-ই-আলম চৌধুরীএমপিশিবচরউপজেলাপরিষদের সম্মেলনকক্ষ থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানেরউদ্বোধনকরেন। বাংলাদেশ শিল্পকলাএকাডেমিরআয়োজনেএবংমাদারীপুর জেলাশিল্পকলাএকাডেমিরসহযোগিতায়উপজেলাশিল্পকলাএকাডেমি এ অনুষ্ঠানেরবাস্তবায়নকরে। অনুষ্ঠানেমাদারীপুর জেলাপরিষদ চেয়ারম্যানমুনির চৌধুরী, জেলাপ্রশাসক ড. রহিমাখাতুন, উপজেলা চেয়ারম্যানআঃলতিফ মোল্লা, পৌর মেয়রআওলাদ হোসেনখান, উপজেলানির্বাহীকর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলাআওয়ামীলীগসভাপতিবীর মুক্তিযোদ্ধা মোঃশাজাহান মোল্লা, সাধারনসম্পাদকডাঃ মোঃ সেলিমপ্রমুখউপস্থিত ছিলেন । মঙ্গলবার রাতে ২য় দিনেরসাংস্কৃতিকঅনুষ্ঠান শেষেসাংস্কৃতিকউৎসবসমাপ্তি ঘোষনাকরাহবে।
Head Office :
2152 – B, Westchester Ave,
Bronx, New York 10462
United States Of America.
Tel : 347 656 4623 (News), 718 823 7535 (Office), 929 261 8340 (CEO), 718 823 7538 (Fax).
Email :
report.banglanewsus@gmail.com (News),
riyahdahad@banglanewsus.com (Editorial)
info@banglanewsus.com (Advertisement)
ceo@banglanewsus.com (Event And Others).
First Fully Online Daily For The Worldwide
South Asian Community Jointly Published From
United States Of America, Great Britain
And Canada On Be-Half Of
POSITIVE INTERNATIONAL INC
@ 2014-2020
Developed BY : positiveitusa.com
Design and developed by positiveitusa.com