Thu. Feb 20th, 2020

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

হাতে পায়ে জ্বালাপোড়া

1 min read

হাতে পায়ে জ্বালাপোড়ার অনুভূতি বেশ অস্বস্তিকর। চিকিৎবিজ্ঞানের ভাষায় যাকে আমরা পেরিফেরাল নিউরোপ্যাথি বলে থাকি। হাতের চেয়ে পায়ে এই জ্বালাপোড়ার অনুভূতি বেশি হয়ে থাকে। জ্বালাপোড়ার পাশাপাশি সুঁই এর খোঁচার মতো ও ভার ভার অনুভূতি হওয়া এমনকি অবশ পর্যন্ত লাগতে পারে। বিভিন্ন কারণে এই সমস্যাগুলো হতে পারে।

সাধারণত দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের জন্য হাত ও পায়ের স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হয়। ফলে নিউরোপ্যাথি তৈরি হতে পারে। এছাড়া বিভিন্ন ভিটামিন যেমন: ভিটামিন বি ১, বি ৬ এবং বি ১২ এর অভাবেও নিউরোপ্যাথি হতে পারে। অনেক সময় হাত ও পায়ে রক্ত চলাচল ব্যাহত হলেও জ্বালাপোড়া হতে পারে। এছাড়া দুঃশ্চিন্তা, মানসিক চাপ, মহিলাদের ক্ষেত্রে মেনোপজ, পায়ে ফাংগাল ইনফেকশন ইত্যাদি কারণসমূহ অন্যতম।

 

যে কোনো কারণেই জ্বালাপোড়া হোক না কেন অবহেলা না করে চিকিৎকের পরামর্শ নেওয়া প্রয়োজন। প্রাথমিক অবস্থা থেকে পেরিফেরাল নিউরোপ্যাথির চিকিৎসা শুরু করলে ক্ষতিকর প্রভাবগুলো এড়ানো সম্ভব।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.