ই-নথি কার্যক্রমে দেশ সেরা পাইকগাছা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:০৮, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ই-নথি কার্যক্রমে দেশ সেরা পাইকগাছা

ADMIN, USA
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২০
ই-নথি কার্যক্রমে দেশ সেরা পাইকগাছা

পাইকগাছা (খুলনা):
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে পাইকগাছা উপজেলা প্রশাসন। এবার ই-নথি কার্যক্রমে দেশ সেরা হয়েছে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। ডিসেম্বর মাসে ই-নথি কার্যক্রমে সারা বাংলাদেশের মধ্যে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় দেশের সকল উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে বলে ইউএনও জুলিয়া সুকায়না নিশ্চিত করেছেন। তিনি বলেন, এরআগে আমরা জেলা ও বিভাগীয় পর্যায়ে সম্মান জনক স্থানে থাকলেও এবারই প্রথম সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছি। ইউএনও জুলিয়া সুকায়না বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সব ধরণের অফিসিয়াল কার্যক্রম ডিজিটালাইজ্ড করা হয়েছে। ডিজিটাল কার্যক্রমকে গতিশীল করতে ই-নথি ওয়েব পোর্টাল কার্যক্রমের ওপর উপজেলার সকল ইউনিয়ন পরিষদ ও প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এদিকে ই-নথি কার্যক্রমে পাইকগাছা দেশ সেরা কৃতিত্ব অর্জন করায় ইউএনও জুলিয়া সুকায়নাকে অভিনন্দন জানিয়েছেন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।