চারটি দূতাবাসে হামলা করতে চেয়েছিল ইরান: ট্রাম্প - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১:৪৪, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

চারটি দূতাবাসে হামলা করতে চেয়েছিল ইরান: ট্রাম্প

ADMIN, USA
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২০
চারটি দূতাবাসে হামলা করতে চেয়েছিল ইরান: ট্রাম্প

কমান্ডার কাসেম সোলাইমানির ‍মৃত্যুর পর চারটি মার্কিন দূতাবাসে ইরান হামলা করতে চেয়েছিল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । শুক্রবার সাংবাদিকর এমনটি জানান তিনি।

ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানির মৃত্যুর পরবর্তী পরিস্থিতির কথা জানাতে গিয়ে সংবাদমাধ্যম ফক্স নিউজকে ট্রাম্প বলেন, আমার মনে হয় তারা সম্ভবত চারটি দূতাবাসে হামলা করতে চেয়েছিল।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরেই কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ইরানের হামলার কথা জানিয়ে পম্পেও বলেন, আমাদের কাছে হামলা চালানোর সুনির্দিষ্ট তথ্য ছিল। মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনার তথ্যও ছিল।

 

গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদের একটি আন্তর্জাতিক বিমান বন্দরে মার্কিন বিমান হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সুলাইমানি ও ইরাকের শীর্ষ মিলিশিয়া নেতা মাহদি আল-মুহান্দিসসহ অন্তত ১০ জন নিহত হন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।