বঙ্গবন্ধুর সমাধিতে পরিবেশ ও বন সচিব জিয়াউলের শ্রদ্ধা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:১০, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বঙ্গবন্ধুর সমাধিতে পরিবেশ ও বন সচিব জিয়াউলের শ্রদ্ধা

ADMIN, USA
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২০
বঙ্গবন্ধুর সমাধিতে পরিবেশ ও বন সচিব জিয়াউলের শ্রদ্ধা

 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ):

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচিব জিয়াউল হাসান।

রবিবার (১২ জানুয়ারী) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে স্বপরিবারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে বঙ্গবন্ধু ও ৭৫-এর ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তাঁরা।

পরিবারবর্গছাড়াও এসময় তার সাথে ছিলেন যশোর সামাজিক বন সংরক্ষক মোল্যা রেজাউল করিম। সচিবের একান্ত সচিব সহিদুল হক পাটোয়ারি, ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা এনামুল হক ভুইয়া, যশোর বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদ হোসেন, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান, মুকসুদপুর প্রেসক্লাবর সিনিয়র সহসভাপতি ছিরু মিয়া প্রমুখ।

এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার খায়েরসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।