আদমদীঘিতে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা

Daily Ajker Sylhet

১৬ জানু ২০২০, ০৭:৩৭ পূর্বাহ্ণ


আদমদীঘিতে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা

আদমদীঘি (বগুড়া) :
বগুড়ার আদমদীঘি উপজেলার শাঁওইলে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ক্রেস্ট ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। ব্যাংক এশিয়ার স্থানীয় এজেন্ট ব্যাংকিং শাখার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে শাঁওইল বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ব্যাংক এশিয়ার শাওইল বাজার শাখা এজেন্ট ব্যবসায়ী মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হিসাবে ব্যাংক এশিয়া বগুড়া জেলা শাখা প্রধান বন্দে আলী। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা পল্লী চিকিৎসক মজিবর রহমান, উজ্জল হোসেন প্রমূখ। সভায় স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিবাবকরা উপস্থিত ছিলেন। সভা শেষে ৪৪ জন কৃতি শিক্ষার্থিদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান এবং এলাকার গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেণ প্রধান অতিথি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।