বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু, ৩ মুস‌ল্লির মৃত্যু - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১১:২৪, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু, ৩ মুস‌ল্লির মৃত্যু

ADMIN, USA
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২০
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু, ৩ মুস‌ল্লির মৃত্যু

ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে আজ শুক্রবার টঙ্গীর তুরাগ তীরে শুরু হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় ধাপে আসা মুসল্লিদের মধ্যে এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মৃতরা হ‌লেন, গাইবান্দা জেলার ফুলছু‌রি থানার টেংরাকা‌ন্দি গ্রামের রমজান আলীর ছেলে গোলজার হোসেন, নর‌সিংদী জেলার বেলাব থানার চন্দনপুর গ্রামের আব্দুর রহমানের ছে‌লে সুরুজ মিয়া ও সুনামগঞ্জ জেলার দোহারাবাজার থানার চানপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে কাজী আলা উ‌দ্দিন।

 

এ তথ্য নিশ্চিত করে ইজ‌তেমার জিম্মাদার মো. র‌ফিক জানান, বুধবার ও বৃহস্পতিবার তাদের মৃত্যু হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।