বঙ্গবন্ধুর সমাধীতে বিএসএমআরএম ইউনিভার্সিটির ভিসির শ্রদ্ধা - BANGLANEWSUS.COM
  • ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

বঙ্গবন্ধুর সমাধীতে বিএসএমআরএম ইউনিভার্সিটির ভিসির শ্রদ্ধা

STAFF USBD
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২০
বঙ্গবন্ধুর সমাধীতে বিএসএমআরএম ইউনিভার্সিটির ভিসির শ্রদ্ধা

 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ):

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এডমিরাল এম খালেদ ইকবাল।
শুক্রবার সকাল ১০ টায় বঙ্গবন্ধুর সমাধী সৌধ বেদীতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু, পিতা, মাতা ও ১৫ আগষ্ট নিহত পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, অনুষদ প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে ভাইস চ্যান্সেলর এডমিরাল এম খালেদ ইকবালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গবন্ধু জাদুঘর, লাইব্রেরী, প্রদর্শনী কেন্দ্র ঘুরে দেখেন। পরে বঙ্গবন্ধুর সমাধী সৌধ মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৫ শতাধিক স্থানীয় শীতার্ত-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।