চারঘাট (রাজশাহী):
রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদেও ১৩তম পুর্নমিলনী গতকাল শুক্রবার কলেজ প্রাঙ্গনে শুরু হয়েছে।তিনদিন ব্যাপী এ আড়ন্বরপূর্ন অনুণ্ঠানের প্রধান অতিথি উপস্থিত থেকে শুভ উদ্ভোধন ঘোষনা করেন মাননীয় নৌ-বাহিনী প্রধান এ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী, এসবিপি,এনডিসি,পিএসসি।
রাজশাহী ক্যাডেট কলেজ ১৯৬৬ সাল থেকে অদ্যোবধি শিক্ষা,শৃংখলা ও খেলাধুলায় উত্তরবঙ্গ একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে এইচএসসি পাস কওে অধিকাংশ ক্যাডেট বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে যোগদান করেন। অনেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ^বিদ্যালয়সহ দেশ ও বিদেশে নিজেদেও যোগ্যতার প্রমাণ রাখছেন। এছাড়াও রাজশাহী ওল্ড ক্যাডেটস এ্যাসোসিয়েশন (অরকা) কলেজের প্রাক্তন কর্মচারীসহ দেশের অসহায় দুস্থ পরিবারের পাশে থেকে কল্যাণমুলক কর্মকান্ড পরিচালনার মধ্য দিয়ে দেশের উন্নয়নে এই কলেজের ক্যাডেটবৃন্দ ভুমিকা পালন করছেন।
পুর্নমিলনী অনুষ্ঠানে কলেজের প্রাক্তন কর্মকর্তা, প্রাক্তন শিক্ষকমন্ডলী এবং প্রাক্তন ক্যাডেটবৃন্দ তাদেও পরিবারসহ ২হাজার ৭শত জন অংশগ্রহন করেছেন।
অনুষ্ঠানে উর্ধ্বতন সামরিক-অসামরিক কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ,অনুষদ সদস্য ও প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীগন উপস্তিত ছিলেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।