শিক্ষার্থীদেরকে স্মার্ট ফোন ব্যবহার না করার শপথ করালেন ইউ,এন,ও - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:৫৫, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

শিক্ষার্থীদেরকে স্মার্ট ফোন ব্যবহার না করার শপথ করালেন ইউ,এন,ও

ADMIN, USA
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২০
শিক্ষার্থীদেরকে স্মার্ট ফোন ব্যবহার না করার শপথ করালেন ইউ,এন,ও

 

নবাবগঞ্জ (দিনাজপুর):
দিনাজপুরের নবাবগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদেরকে স্কুল জীবনে স্মার্ট ফোন ব্যবহার না করার জন্য শপথ করিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার।

বুধবার বেলা ১১টায় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে চত্বরে ২০২০ সালের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ট শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের এ শপথ করান। তিনি বাবা-মা, শিক্ষকদের কথা মেনে চলা, গুরুজনদের সম্মান করা, পড়ার টেবিলকে সবোর্চ্চ গুরুত্ব দেয়ার বিষয়েও শিক্ষার্থীদের শপথ করান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার সাহার সভাপতিত্বে বিদায়ী ও বরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, থানার অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম সহ আরও অনেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।