কামারজানীতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১০:৫৬, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

কামারজানীতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

ADMIN, USA
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২০
কামারজানীতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

 

গাইবান্ধা :
নদী ভাঙ্গনরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, কামারজানীতে কৃষি ব্যাংকের শাখা স্থাপন, বন্দর সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধ, অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ সংগ্রাম কমিটির নেতাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কামারজানী শাখার উদ্যোগে কামারজানী বন্দরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩টায় কামারজানী শাখা সিপিবি’র সম্পাদক আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য তপন কুমার বর্মণ, দারিয়াপুর অঞ্চল সিপিবি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, এমদাদুল হক মিলন, বাকি বিল্লাহ রিপন প্রমুখ। বক্তারা বলেন, ঐতিহ্যবাহী কামারজানী বন্দর আজ বিলীন হওয়ার পথে, অসংখ্য মানুষ নদী ভাঙ্গনের কারণে নিঃস্ব হয়েছে। নদী ভাঙ্গন রোধে লোক দেখানো কিছু কাজ করা হলেও কার্যকর স্থায়ী কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। সেই সাথে কামারজানী বন্দর থেকে সোনালী ব্যাংকের শাখা সরিয়ে নিয়ে এ এলাকার মানুষকে আরো বিপদে ফেলা হয়েছে। তারা অবিলম্বে এখানে কৃষি ব্যাংকের শাখা স্থাপনের দাবি করেন। তারা আরো বলেন, বন্দর সংলগ্ন এলাকায় নদী থেকে মেশিন লাগিয়ে বালু উত্তোলনের ফলে এই বন্দরকে আরো ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। এলাকার যুব সমাজ অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করলে উল্টো তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং তাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।