মুকসুদপুরে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং উদ্বোধন – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:০১, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ


 

মুকসুদপুরে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২০

গোপালগঞ্জ :

গোপালগঞ্জের মুকসুদপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন হয়েছে। শনিবার দুপুরে মুকসুদপুর উপজেলার বনগ্রাম বাজারে এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট ব্রাঞ্চের এসএভিপি ও শাখা প্রধান আব্দুল গাফফার মিয়া। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী আশু মিয়া, কাশালিয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মোচনা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মুকসুদপুর এজেন্ট ব্যাংকিং পরিচালক আবু নাঈম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।