গোপালগঞ্জ প্রতিনিধি:
“অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌছে যাব আমরা উন্নতির শিখরে।”-এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে গোপালগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমিতে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদির সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
জেলার প্রায় ৪০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এ অনুষ্ঠানে অংশগ্রহন করে।
অনুষ্ঠান শেষে জেলার মহিলাঙ্গন প্রতিবন্ধী বিদ্যালয় এবং বর্ণ প্রতিবন্ধী স্কুলের ৯০ জন প্রতিবন্ধীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।