বরাবর তিনি সিঙ্গেল ছিলেন মিমি চক্রবর্তী। রাজ চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তার। রাজ তাকে বিয়েও করতে চেয়েছিলেন কিন্তু মিমি রাজি ছিলেন না। মিমির কাছে সে সময় কেরিয়ার মুখ্য ছিল, বিয়ে নয়। অবশেষে রাজ চক্রবর্তী বিয়ে করে ফেলেন অভিনেত্রী শুভশ্রীকে। এরপর থেকে মিমি-রাজের বিষয়ে তেমন কোন সংবাদ পাওয়া যায়নি। এবার মিমি বললেন অন্য কথা। তিনি নাকি বয়ফ্রেন্ড খুঁজছেন!
দেবালয় ভট্টাচার্যের ছবি ‘ড্রাকুলা স্যার’-এর শুট থেকে মিমি জানান, ‘আমি লং ডিসট্যান্স রিলেশনশিপে বিশ্বাস করি না। আমি পার্টিতে যাইনা। শুটিং থেকে বাড়ি আর আমার রাজনীতির জায়গা। এটাই আমার রুটিন। এই রুটিনে কেউ বুঝতে পারছে না আমি কার সঙ্গে ডেট করছি? কোথায় যাচ্ছি? তার ওপর আমি একা। তাই মানুষ ধরে নিচ্ছে আমার অমুকের সঙ্গে প্রেম, বিয়ে। আমি বিয়ে করলে সকলকে জানিয়ে, সব মিডিয়াকে ডেকেই বিয়ে করব।’
মিমি আরও বলেন, আগে একটা বয়ফ্রেন্ড তো হোক। তাকে দেখি। তার সঙ্গে ঘুরি। কিছুটা সময় কাটাই। তারপর তো বিয়ে!’
ইন্ডাস্ট্রিতে যতই মিমির বিয়ে নিয়ে গুজব রটুক, মিমির ঘনিষ্ঠ বন্ধু নুসরাত এই প্রশ্নে বলছেন, ‘পাগল নাকি!’ নুসরাত নিশ্চিত, আর কেউ জানুক না জানুক, তার আদরের ‘বোনুয়া’ বিয়ে করলে তিনি ঠিক জানবেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।