বাগেরহাটে “মিনি সুন্দরবন” : পর্যটন শিল্পের নতুন সম্ভাবনা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:৫৭, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বাগেরহাটে “মিনি সুন্দরবন” : পর্যটন শিল্পের নতুন সম্ভাবনা

STAFF USBD
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২০

 

চিতলমারী (বাগেরহাট) :
প্রাকৃতিক সৌন্দর্য্যরে অপার লিলা ভুমি প্রিয় এ বাংলাদেশ। প্রকৃতি তার আপন মনের মাধুরী মিশিয়ে রূপ, রং ও চোখ ধাঁধানো সেীন্দর্য দিয়ে এ দেশের বিভিন্ন অঞ্চলকে অপার সৌন্দর্য দান করেছে। বর্তমানে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চিত্রা নদীর দু’পাড়ে জেগে ওঠা বিস্তীর্ণ চর ও আশপাশের এলাকা জুড়ে এমনই এক প্রাকৃতিক সৌন্দর্যের সৃষ্টি হয়েছে যা মুগ্ধ করছে বিভিন্ন এলাকার হাজারো মানুষকে।

এ এলাকায় প্রাকৃতিক ভাবে জন্ম নিয়েছে সুন্দরী, কেওড়া, গরান, গোলপাতাসহ অসংখ্য প্রজাতির সুন্দরবনের নানাবিধ গাছপালা। চিত্রার দু’পাড়ে এখন যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ। প্রাকৃতিক ভাবে গড়ে ওঠা এ বনকে ঘিরে দিন দিন বাড়ছে ভ্রমনপিপাসু দর্শনার্থীদের ভিড়বেড়ে যাচ্ছে। এ বনে গড়ে উঠেছে অতিথি পাখিদের অভয়ারণ্য। নদীর পানিতে ভেসে আসা বীজ থেকে এ বনের সৃষ্টি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। সুন্দর বনের বিভিন্ন গাছের বীজ জোয়ারের পানিতে ভেসে আসে।

এসব বীজের মাধ্যমে চরের জমিতে গাছপালার জন্ম নিয়েছে সুন্দরী, কেওড়া, গরান, গোলপাতাসহ অসংখ্য প্রজাতির গাছ। যেগুলো মাথা তুলে জানান দিচ্ছে নতুন বনের উপস্থিতি । সন্ধ্যার নামার সাথে সাথে পাখিদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে বনের চারপাশ যা মুগ্ধ করে তোলে দর্শনার্থীদের এমনকি এ এলাকার লোকজনকে। সুন্দরবনের আয়তন দিন দিন কমে আসছে। এমতাবস্থায় চিত্রাপাড়ে নতুন এ বনটিকে ঘিরে নতুন আশার সৃষ্টি হচ্ছে। এ বনকে যথাযথ ভাবে সংরক্ষণ করতে পারলে এটি হয়ে উঠতে পারে পর্যাটন শিল্পের অপার সম্ভাবনাময় খাত এ মনটাই মনে করছেন সচেতন মহল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।