গোপালগঞ্জ, ৩ ফেব্রুয়ারি ২০২০ :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশসহ ৫ সদস্যের প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন করেছেন।
সোমবার সকাল সাড়ে ৯ টায় তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্Íবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি বঙ্গবন্ধুর আতœার শান্তি কামনা করে প্রার্থনা করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ভারতীয় হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ বলেন, আমি এই মুজিব জন্ম শতবার্ষিকীতে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে ধন্য মনে করেছি। তিনি বলেন, আমি ছোট বেলায় রেডিও-তে বঙ্গবন্ধুর ভাষন শুনেছি। এতবছর পর তার সমাধিতে শ্রদ্ধা জানাতে পেরে আমি সত্যিই নিজেকে খুব সম্মানিত মনে করেছি।
তিনি বলেছেন, ১৭ মার্চ থেকে মুজিব জন্মশত বর্ষ উদযাপিত হবে। ভারত অংশগ্রহন করার জন্য তৈরী রয়েছে। মুজিব বর্ষ উদযাপনের মধ্য দিয়ে আমাদের দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব আরো দৃঢ় ও গভীর হবে।
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিক উল্লেখ করে তিনি আরো বলেন, এ সম্পর্কের মধ্যে বঙ্গবন্ধুর বিশাল ভূমিকা রয়েছে। এশিয়ান নেতাদের মধ্যে তিনি একজন গুরুত্বপূর্ন নেতা। বঙ্গবন্ধু যে ভিশন নিয়ে পথ শুরু করেছিলেন সেটা শেষ করতে পারেননি। তার স্বপ্নের সোনার বাংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়িত করছেন। সোনার বাংলা গড়ার পথে ভারত আগেও পাশে ছিল, আগামীতে বাংলাদেশের পাশে থাকবে।
এ সময় তাঁর সাথে হাই কমিশনারের স্বামী প্রশান্ত কুমার দাশ, হাই কমিশননের ফাস্ট সেক্রেটারী (পলিটিক্যাল) নবনিতা চক্রবর্তী, প্রটোকল অফিসার নিরাজ কুমার বিলখা, সহকারি কেএমএস রেড্ডিসহ ৫ সদস্যের একটি প্রতিনিধি দল, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল বাকী, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান মাসুদ, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলি, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মিটু, সহ-সাধারন সম্পাদক তাসবিরুল হুদা বাবু, জেলা যুবলীগের সভাপতি শাহাবুদ্দিন আযম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিহাবউদ্দিন হিটু, বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক নিউটন মোল্যা, হিন্দু কমিউনিটি নেতা সুবোধ বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে হাই কমিশনার বঙ্গবন্ধুর সমাধী সৌধ ঘুরে দেখেন এবং বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন।
তিনি বেলা ১১ টায় জেলা শহরের কেন্দ্রীয় কালিবাড়ি পরিদর্শন করেন। তাকে এসময় ওই কালিবাড়ির সভাপতি অরুন কান্তি বিশ্বাস, সাধারন সম্পাদক বিভূতি রায়সহ নেতৃবৃন্দ ওই প্রতিনিধি দলকে স্বাগত জানান।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।