মানিকছড়ি (খাগড়াছড়ি) :
মানিকছড়ি উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা পরিচালন প্রকল্প(ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী’র(জাইকা) সহায়তায় এবং উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক স্থায়ী কমিটির বাস্তবায়নে উপজেলার মোটরবাইক চালক ও অটো (ইজিবাইক) চালকদের নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষে ট্রাফিক আইন বিষয়ক ৩দিন ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন করা হয়। উক্ত প্রশিক্ষণ আগামী বুধবার(৫ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে।
সোমবার (৩ফেব্রুয়ারি) সকালে উপজেলা টাইন হল কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক স্থায়ী কমিটির সদস্য সচিব অফিসার ইনচার্জ আমির হোসেন, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মো. শহিদুল ইসলাম মোহন, আবুল কালাম আজাদ, ইউডিএফ সাথোইঅং মারমা প্রমূখ উপস্থিত ছিলেন।
ট্রাফিক আইন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বেপরোয়া গতিতে গাড়ী চালানো ছাড়াও বিপজ্জনক ওভারটেকিং , ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সবিহীন অদক্ষ চালকের কারণেই সড়কে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটেই যাচ্ছে। এছাড়াও যাত্রী ও পথচারীদের অসতর্কতা, চলন্ত অবস্থায় মুঠোফোন ব্যবহারের ফলেও ঘটছে দূর্ঘটনা। তাই সড়ক দূর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি যথাযথ আইনের প্রয়োগ নিশ্চিত করতে পারলেই সড়ক দূর্ঘটনা কমানো সম্ভব। তাই আসুন, ট্রাফিক আইন মেনে চলি, নিরাপদ পথচলা নিশ্চিত করি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।