নীলফামারী :
উচ্চবিত্ত পরিবেশে বেড়ে উঠা মেয়ের জন্য পাত্র খুজঁতে বাবা কৌশলগত পাগলামি বিজ্ঞাপন দেয় পত্রিকায় “শিক্ষিত চোর পাত্র চাই”।অনেক পাত্র আসে।গল্পের নায়িকার পছন্দের পাত্রের নায়কের চুরি বিদ্যা শিখতে প্রাইভেট চোর শিক্ষক নিয়োগ দেয়। চোর শিক্ষক নায়ককে বাস্তবে চুরি শেখাতে ঘটতে থাকে মজার মজার সব হাস্যকর ঘটনা। এখানে শিক্ষিত চোর বলতে ভদ্র লোকের মুখোশে বিভিন্ন পেশায় নিয়োজিত শিক্ষিত কিন্তু যাদের চুরি সহজে ধরা যায় না। ব্যবসায়ী পাত্রটি এখানে খাদ্যে ভেজাল মিশ্রিত করে ভোক্তার অধিকার চুরি করেছে। রাজনীতি বিদ পাত্রটি জনগনের কাছে ভোট নিয়ে প্রতিশ্রুতি পূর্ণ করলো না সে জনগনের কাছে ভোট চোর। শিক্ষক পাত্রটি কিভাবে কম পড়া করে বেশী মার্ক পাওয়া যায় তা শিখিয়ে জাতিকে মেধা শূন্য করছে। সে মেধা চোর। ট্যাক্স ফাঁকি দেয় যে ট্যাক্স চোর। কমেডি ধাঁচের এ নাটকটি আজ রাত ১১ টায় প্রচারিত হবে বৈশাখী টিভির পর্দাায়।
আবার এই নাটকটি পরের দিন বিকাল ৩.২০ মিনিটে পুন: প্রচার হবে। নীলফামারীর সৈয়দপুরের তরুন লেখক তামিম রহমানের রচনা আর সকাল আহমেদ পরিচালনায় নাটকটিতে নায়কের চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও নায়িকার চরিত্রে থাকবেন অপর্না। এছাড়া রয়েছেন আল মনসুর, আরফানসহ অনেকে। ৬ ফেব্রুয়ারী তামিম রহমানের ২য় নাটক ব্যাচেলর বউ প্রচার হবে ৫ ফেব্রুয়ারী রাত ১১ টায়। মোল্লা নজরুল ইসলামের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, মীর সাব্বির, ভারতীয় অভিনেত্রী তিথি বোস, রাবিনা বৃষ্টি ও বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা প্রমুখ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।