নিউইয়র্কের সমুদ্রে ধরা পড়ল অদ্ভুত প্রাণী - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৩৮, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

নিউইয়র্কের সমুদ্রে ধরা পড়ল অদ্ভুত প্রাণী

STAFF USBD
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২০

নিউইয়র্কে ব্রুকলিনের কোনি আইল্যান্ডে অদ্ভুত এক প্রাণী ধরা পড়েছে। টিকটকে এক ইউজার প্রাণীটির একটি ভিডিও শেয়ার করেছেন।

আর ভিডিওটি ১৪ লাখ শুধু লাইক পেয়েছে। আর কমেন্ট পেয়েছে প্রায় ২০ হাজার। ভিডিওটি দেখা হয়েছে ৬২ লাখ বার। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের।

 

প্রাণীটি দেখতে কিছুটা স্কুইড বা অক্টোপাসের মতো। তবে অক্টোপাসের মতো এতে আটটি শুঁড় নেই। রয়েছে একটি বড় শুঁড়ের মতো অংশ, আর তার থেকে দুটি ছোট ছোট লেজের মতো রয়েছে। ফোলামতো মাথার দুদিকে দুটি চোখ রয়েছে।

সুতোয় একটু টান পড়তেই প্রাণীটিকে ছটফট করতে দেখা গেছে ভিডিওতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।