সিরাজগঞ্জে লোকাল ট্রেন চালুর দাবীতে মানববন্ধন

Daily Ajker Sylhet

০৯ ফেব্রু ২০২০, ১২:০৩ অপরাহ্ণ


 

সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জবাসী জোট বাঁধো-শহরের রেল যোগাযোগ ব্যবস্থা রক্ষা কর এই স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ-মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বাজার স্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সিরাজগঞ্জ রেল যোগাযোগ ব্যবস্থা রক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ রেল যোগাযোগ ব্যবস্থা রক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক নব কুমার কর্মকার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, কার্যকরী সদস্য মোঃ ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির সদস্য সরোয়াদ্দিন খান ও মিলন খান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গত ১ মাস ৩দিন ধরে সিরাজগঞ্জ-ঈশ্বরদী লোকাল ট্রেনটি বন্ধ এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির এসি বগি সড়ানোর কারণে সিরাজগঞ্জবাসীর চরম দূর্ভোগে পড়েছে। দূর্ভোগ কমাতে দ্রুত লোকাল ট্রেন চালু ও সিরাজগঞ্জ এক্সপ্রেস এর এসি বগি চালুর দাবী করেন বক্তাগণ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।