লা লিগার সেল্টা ভিগোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। লিগে এখনো পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।
রবিবার রাতে সান্তিয়াগো বের্নানেউয়ে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় সেল্টা ভিগো। ফায়োডর স্মোলভের ঠাণ্ডা মাথার শট রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সেল্টা।
বিরতির পর সমতায় ফেরে রিয়াল। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে মার্সেলোর কাছ থেকে বল পেয়ে জালে জড়ান টনি ক্রুস। ৬৫তম মিনিটে সেল্টা ভিগোর গোলরক্ষক ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। রামোসের স্পটকিকে এগিয়ে যায় স্বাগতিকরা।
এগিয়ে গিয়েও তা ধরে রাখতে পারেনি রিয়াল। ম্যাচের ৮৫তম মিনিটে সান্তি মিনার গোলে সমতায় ফেরে সেল্টা ভিগো। ফলে পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল।
২৪ ম্যাচে ১৫ জয় ও আট ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ১৬ জয় ও ৪ ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চ্যাম্পিয়ন বার্সেলোনা।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।