অ্যান্ড্রয়েড ফোনের যত খারাপ দিক - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:২৫, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

অ্যান্ড্রয়েড ফোনের যত খারাপ দিক

ADMIN, USA
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২০
অ্যান্ড্রয়েড ফোনের যত খারাপ দিক

অ্যান্ড্রয়েড নিজে থেকে এক অসাধারণ অপারেটিং সিস্টেম। কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের কিছু ব্যাপার এতটা ঝামেলাপূর্ণ যে ব্যবহারকারীদের রীতিমতো বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অ্যান্ড্রয়েড ফোনের ভালো দিকগুলোর পাশাপাশি খারপ দিকগুলোও ব্যবহারকারীরা পর্যালোচনা করছে। এমন কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হলো এ লেখায়।

আপডেট স্পষ্ট না

এখন এটা আগের তুলনায় এত বেশি সমস্যাপূর্ণ নয়, কোম্পানি কিছুটা নজর দিয়ে এটাকে এখন অনেকটা ঠিক করেছে। তারপরেও অ্যান্ড্রয়েডের জন্য এখনো বড়ো সমস্যা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনে আপডেট আসে না। উইন্ডোজ ফোনে বা আইওএসে এটা নিয়ে কোনো ঝামেলা হয় না। যদি উইন্ডোজ ফোন অনেক আগেই বাতিল হয়েছে, আর আইওএস শুধু অ্যাপেলের ফোনেই পাওয়া যায়, তাই আপডেট কন্ট্রোল করা অনেক বেশি সহজ। অ্যান্ড্রয়েড ওয়ান হলো গুগলের স্টক অ্যান্ড্রয়েডের একটি প্রজেক্ট। আপনার ফোনে একটি থাকলে আপনি গুগলের পিউর অ্যান্ড্রয়েড পাবেন সঙ্গে সবার আগে আপডেট পেতে পারেন। কমপক্ষে দুইটি মেজর আপডেট তো আপনি পাবেনই। অ্যান্ড্রয়েড ওয়ান প্রজেক্টে না থেকেও অন্য ফোনগুলো অ্যান্ড্রয়েড ১০-এর আপডেট পেয়ে গেছে। কেন? যদি আপডেটই না পাই সবার আগে তাহলে কিসের অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রাম তাই না? এখন ভেবে দেখুন, অ্যান্ড্রয়েড ওয়ানের সঙ্গেই এই লাফড়া, তাহলে আপনার নর্মাল ডিভাইসে কবে আপডেট পাবেন? অনেকেই মনে করেন, আপডেট নিয়ে কী করব? আপডেট দিলে শুধু ফিচারই বারে না, সঙ্গে আপনার ফোনের সিকিউরিটিও বারে। আপনি যদি এ যুগে এসে অ্যান্ড্রয়েড জিঞ্জারব্রেড ব্যবহার করেন, কেউ গ্যারান্টি দিতে পারবে না, আপনার ফোনের সবকিছু হ্যাক হয়ে যাবে কি না! ফোন স্মুথ চলার জন্য, সিকিউর রাখার জন্য, নতুন ফিচারগুলো এনাবল করার জন্য ফোনে আপডেট পাওয়া জরুরি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।