হিলি (দিনাজপুর):
দিনাজপুরের হাকিমপুরের হিলি ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা বৃহস্পতিবার নিশ্চিত মৃত্যুর হাত থেকে একটি ছাগলের প্রান বাঁচালো। সকলের অলক্ষ্যে ছাগলটি একটি ভবনের দ্বিতীয় তলার কার্নিশে উঠে পরলে বাড়ির লোকজন অনেক চেষ্টারপর তাকে উদ্ধার করতে ব্যর্থ হবার পর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ছাগলটি উদ্ধার করেন।
হিলি ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, হিলি সিপি রোডস্থ কামাল হোসেন রাজের তিনতলা একটি ভবনের দি¦তীয় তলার কার্নিশে পাশের টিনের চালার উপর দিয়ে প্রতিবেশি লাবু মুন্সির একটি ছাগল উঠে পরলে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌছে ছাগলটি উদ্ধার করি।
ক্যাপশন: দিনাজপুরের হিলিতে একটি ছাগলকে বাঁচাতে ফায়ার সার্ভিস সদস্যদের তৎপরতা।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।