সরিষাবাড়ীতে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:৩১, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সরিষাবাড়ীতে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

STAFF USBD
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২০
সরিষাবাড়ীতে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ী (জামালপুর) :
জামালপুরের সরিষাবাড়ীতে নিরাপদ সড়ক, উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা, বাল্য বিবাহ প্রতিরোধ, ভোক্তা অধিকার, অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারী) উপজেলা নির্বাহী অফিসারের হল রুমে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা আ্ইন শৃংখলা কমিটির সভাপতি শিহাব উদ্দিন আহমদএর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন, জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক এ্যাডভোকেট জহুরুল ইসলাম মানিক, উপজেলা প্রকৌশলী রাকিব হাসান, সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা মাহবুবুল আলম তরফদার, সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের অধ্যক্ষ রমেশ চন্দ্র সুত্র ধর, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান, সরিষাবাড়ী রেলওয়ে ষ্টেশন মাষ্টার আব্দুর রাজ্জাক, সালেমা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন, তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহব্বত কবীর, সরিষাবড়ী রেলওয়ে পুলিশ ফাড়ির এএসআই জামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন, মনছুর আলী খান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আবুল হোসেন সরকার, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।
সভায় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্ম্দ মাজেদুর রহমান বলেন, পুলিশ তৎপর থাকায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহব্বত কবীর বলেন, আমরা জিরো ক্রাইমে অবস্থান করছি।
পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন বলেন, সরিষাবাড়ী উপজেলা সার্বিক বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসানএর নির্দেশনায় এ পরিবর্তন সাধিত হয়েছে।
সরিষাবাড়ী রেলওয়ে ষ্টেশন মাষ্টার আব্দুর রাজ্জাক বলেন. ট্রেনের টিকেটের কোন কালোবাজারী নেই। ট্রেনের টিকেট কাউন্টার থেকেই যাত্রীরা টিকেট সংগ্রহ করছে। তিনি আরোও বলেন, ট্রেনের যাত্রীদের চাহিদা থাকায় আরো ২’শ আসন বাড়ানোর জন্য তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসানএর আশুদৃষ্টি কামনা করেছেন।
সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের অধ্যক্ষ রমেশ চন্দ্র সুত্রধর বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং ব্যাবসায় জড়িত। তা প্রতিরোধ করার আহবান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।