দাওয়াতুল ইসলাম গ্রেটার লন্ডনের লিডারশিপ ট্রেনিং সম্পন্ন আপডে

Daily Ajker Sylhet

২৮ ফেব্রু ২০২০, ১০:০৪ পূর্বাহ্ণ


দাওয়াতুল ইসলাম গ্রেটার লন্ডনের লিডারশিপ ট্রেনিং সম্পন্ন  আপডে

রোববার ২৩ ফেব্রুয়ারি পুর্ব লন্ডনের বিগল‍্যান্ড ষ্ট্রিটের ‘কেয়ার হাউস’এ ‘দাওয়াতুল ইসলাম গ্রেটার লন্ডনের বিভিন্ন শাখা দায়িত্বশীলদের এক লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত হয়। সংগঠনের আমীর হাসান মঈনুদ্দীনের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা হাফেজ আব্দুল মুকিতের পলিচালনায় অনুষ্ঠিত ঊক্ত সভায় :আখেরাতের জবাবদিহিতা’ শীর্ষক আলোচনা পেশ করেন সংগঠনের নায়বে আমীর হাফেজ মাওলানা আবু সায়ীদ। তিনি বলেন, আখেরাতের ভাবনা মানুষকে সঠিক পথে পরিচালনা করে। তিনি শাখা দায়িত্বশিলদের তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে আনজাম দেয়ার গুরুত্বারোপ করেন। পরে শীর্ষক বিষয়ে গ্রুপ আলোচনা হয়। সংগঠনের আমীর হাসান মঈনুদ্দীন তাঁর বক্তব্যে উপস্থিত দায়িত্বশীলদের তাঁদের মেধা, যোগ‍্যতা ও দাওয়াতি কাজের অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে সংগঠনের কাজকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। ট্রেনিং সেশনে গ্রেটার লন্ডনের বিভিন্ন শাখার সভাপতি, সেক্রেটারী , ট্রেজারার এবং দাওয়াতুল ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।