মুকুলের মৌ-মৌ গন্ধে পোরশার আম বাগান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:১৮, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মুকুলের মৌ-মৌ গন্ধে পোরশার আম বাগান

ADMIN, USA
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২০
মুকুলের মৌ-মৌ গন্ধে পোরশার আম বাগান

পোরশা (নওগাঁ) :
বরেন্দ্র অঞ্চল ক্ষ্যাত নওগাঁর পোরশা উপজেলার সারি-সারি আম বাগান গুলোতে এখন মুকুলের মৌ-মৌ গন্ধ। বাগানগুলোতে দেখা যাচ্ছে শুধু মুকুল আর মুকুল। আমের গাছগুলো ভরে গেছে মুকুলে মুকুলে। আর গাছে গাছে শোভা পাচ্ছে সোনালী মুকুলের আভা। মুকুলের ভারে প্রতিটি আম গাছের ডাল গুলো যেন নুয়ে পড়ার উপক্রম। এতে মৌমাছিদের আনাগোনা দেখে মনে হচ্ছে মৌমাছিদের মধু আহরণের ক্ষেত্র। এত মুকুলের সমারোহ দেখে আম চাষীদের প্রাণ যেন ভরে গেছে। মুকুল দেখে সোনালী স্বপ্নে বিভোর এ অঞ্চলের আমচাষী আর বাগান মালিকরা। আবহাওয়া অনুকুলে থাকলে এবছর আমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন তারা। জানাগেছে, এবছর উপজেলায় প্রায় ১০হাজার হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে প্রায় ১লক্ষ ৩৫ হাজার মেট্রিক টন। সংশ্লিষ্টরা জানান, গোটা নওগাঁ জেলার চাইতে বেশি আম চাষ হচ্ছে এ উপজেলায়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম জানান, উপজেলায় প্রতি বছর আমের উৎপাদন লক্ষমাত্রা বেড়েই চলেছে। গতবছরের তুলনায় এবছর মুকুলের পরিমান কম। তারপরেও আমের বাম্পার ফলন হবে বলে তিনি আশা করছেন। তবে এখানকার উৎপাদিত আম অনেক সুস্বাদু হওয়ায় দেশের সকল বাজারে চাহিদা বেশী। শেষ পর্যন্ত আবহাওয়া ভাল থাকলে চলতি মৌসুমে এ অঞ্চলে আমের উৎপাদন লক্ষমাত্রায় পৌঁছা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও জানান, যে সকল গাছের মুকুল বের হয়ে ফুঁটে গেছে আকাশের বৃষ্টি হওয়ার কারনে ঐ সকল মুকুলের সামান্য কিছু ক্ষতি হতে পারে। এক্ষেত্রে চাষিদের তিনি ভাল ব্রান্ডের ছত্রাকনাশক ঔষুধ স্প্রে করার পরামর্শ প্রদান করছেন বলে জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।