রোনালদিনহোকে সম্মান জানাবে বার্সা – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:৪৮, ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

রোনালদিনহোকে সম্মান জানাবে বার্সা

প্রকাশিত ফেব্রুয়ারি ২৯, ২০২০
রোনালদিনহোকে সম্মান জানাবে বার্সা

Manual3 Ad Code

বার্সেলোনা সমর্থকদের জন্য সুখবর। স্প্যানিশ চ্যাম্পিয়ন ক্লাবটি ১৯ আগস্ট ন্যু ক্যাম্পে তাদের প্রিয় ফুটবলার রোনালদিনহোকে সম্মানিত করবে।

Manual4 Ad Code

ক্লাবটি তাদের পুরোনো কিংবদন্তিদের সঙ্গে সেদিন এক প্রীতি ম্যাচের আয়োজন করেছে। এতে থাকবেন রোনালদিনহোও। এমনকি আন্দ্রে পিরলো, থিয়েরি অরি, রবার্তো কার্লোস, পাভেল নেদভেদ, পাওলো মালদিনির সঙ্গে দিয়েগো ম্যারাডোনারও উপস্থিত থাকার কথা রয়েছে খেলাটিতে। ম্যারাডোনা নেপোলি যাওয়ার আগে এই বার্সেলোনাতেই খেলেছিলেন।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

তবে কাতালান ক্লাবটিতে খ্যাতিতে এদের সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত খেলা রোনালদিনহো। সত্যি বলতে কি বার্সেলোনার ইউরোপীয় পর্যায়ের উত্থানে রোনালদিনহোর ভূমিকা অনেকখানি। ব্রাজিল ফুটবলারটি এই ক্লাবের হয়ে দুই বার করে লা লিগা ও ২০০৬ সালের চ্যাম্পিয়ন্স লিগটি জেতেন। ফুটবল ক্যারিয়ার শেষেও তিনি এই ক্লাবের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code