বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন। পাত্রী একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা রিদিতা রেজা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যসহ ঘনিষ্ঠজনেরা।
শওকত আলী ইমন বলেন, ‘বিয়েটা হুট করেই হয়েছে। প্রেম নয়, পারিবারিকভাবেই এই বিয়ের সবকিছু চূড়ান্ত করা হয়েছে। তাই শুধু নিজেদের লোকেরাই বিয়েতে উপস্থিত ছিলেন। বিয়ের আনুষ্ঠানিকতা হবে আগামী ২৯ মে। রফিক ভাই ও আবিদা আপার (কণ্ঠশিল্পী রফিকুল আলম ও আবিদা সুলতানা দম্পতি) পূর্ব পরিচিত রিদিতা রেজা। অনেকটাই পারিবারিক সম্পর্ক। তো আপা-দুলাভাই দুজন মিলেই মূলত এই বিয়ে ঠিক করেছেন। সবাই আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।