করোনা ভাইরাস: অস্ট্রেলিয়ায় প্রথম মৃত্যু - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:২৯, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

করোনা ভাইরাস: অস্ট্রেলিয়ায় প্রথম মৃত্যু

ADMIN, USA
প্রকাশিত ফেব্রুয়ারি ২৯, ২০২০
করোনা ভাইরাস: অস্ট্রেলিয়ায় প্রথম মৃত্যু

অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। রবিবার অস্ট্রেলিয়ার পার্থ শহরের একটি হাসপাতলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭৮ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান।

সংবাদ সংস্থা রয়টার্সের পক্ষ থেকে বলা হয়, জাপানের প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস থেকে নিয়ে আসার পর করোনায় মারা যাওয়া ব্যক্তিটিকে পার্থের একটি হাসপাতালে আলাদা করে রাখা হয়েছিল। তবে মৃত ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

এই বিষয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যের প্রধান স্বাস্থ্যকর্মকর্তা রবার্টসন বলেন, দুর্ভাগ্যক্রমে অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি প্রথম মারা গেলেন। আমরা তারা পরিবারের প্রতি গভীর শোক জানাচ্ছি।

জানা গেছে, মারা যাওয়া ওই ব্যক্তির স্ত্রীও প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। । বিশ্বের ৫৩ টি দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।