মৌলভীবাজারে জাতির পিতা'র জন্মশতবার্ষিকী পালিত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:০৪, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মৌলভীবাজারে জাতির পিতা’র জন্মশতবার্ষিকী পালিত

ADMIN, USA
প্রকাশিত মার্চ ১৭, ২০২০
মৌলভীবাজারে জাতির পিতা’র জন্মশতবার্ষিকী পালিত

মৌলভীবাজার প্রতিনিধি ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠন,স্কুল কলেজ ও সরকারী/বেসরকারী শিশু একাডেমী, শিল্পকলা একাডেমী এবং জেলা প্রশাসনসহ ব্যাপক কর্মসূচী গ্রহণ করে।

 

জেলা প্রশাসন কর্মসূচীর মধ্যে ছিল বর্নাঢ্য র‌্যালী,জন্মদিনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন, আলোচনা সভা,শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরন ইত্যাদি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে (১৭ মার্চ) মঙ্গলবার মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শহীদ মিনার প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পন করা হয়।

পরে মৌলভীবাজার পৌরসভায় মুজিববর্ষ মঞ্চে আলোচনা সভা ও গৃহহীনদের মাঝে গৃহের চাবি বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক নাজিয়া শিরিন এর সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ । বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার –হবিগঞ্জ সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম(বার),পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরন এবং গৃহহীনদের মাঝে গৃহের চাবি বিতরন করেন অতিথিরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।