১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ তরীকত ফেডারেশনের (বিটিএফ) উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭মার্চ) দুপুর ২ টার দিকে রাজধানীর ধানমন্ডিস্থ দলীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তরীকত ফেডারেশন চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ১৪ দলীয় জোটের সমন্বয়ক সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এমপি।
এতে আরো উপস্থিত ছিলেন- সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।