চলে গেলেন ক্রিকেটের অন্যতম অগ্রদূত রেজা ই করিম - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:৫৬, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

চলে গেলেন ক্রিকেটের অন্যতম অগ্রদূত রেজা ই করিম

ADMIN, USA
প্রকাশিত মার্চ ২২, ২০২০
চলে গেলেন ক্রিকেটের অন্যতম অগ্রদূত রেজা ই করিম

চলে গেলেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সহযোগী ব্যক্তিত্ব রেজা ই করিম। রোববার (২২ মার্চ) ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ক্রিকেটীয় ব্যক্তিত্ব। স্বাধীনতার বছর তিনেক পর প্রতিষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একজন অন্যতম শীর্ষকর্তা ছিলেন তিনি।

এদেশের ক্রিকেটের পুনঃ-প্রচলন, প্রচার-প্রসার, জনপ্রিয়তা বৃদ্ধি এবং উত্তরণে যে হাতে গোনা কজন নিবেদিত প্রাণ ক্রিকেটে অবদান আছে- রেজা ই করিম ছিলেন তাদের মধ্যে অন্যতম। তার প্রয়াণে দেশের ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া।

সদ্য প্রয়াত রেজা ই করিমকে খুব কাছ থেকে যারা দেখেছেন তার সম্পর্কে জানেন এমন এক ব্যক্তিত্ব আহমেদ সাজ্জাদুল আলম ববি। ধরা হয়, সাজ্জাদুল আলম ববিই বাংলাদেশের ক্লাব ক্রিকেটের সর্বকণিষ্ঠ ম্যানেজার, সত্তরের দশকের শেষদিকে (১৯৭৮ সালে) শুরু থেকে আবাহনী লিমিটেডের ম্যানেজার ছিলেন দীর্ঘদিন।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।