করোনাভাইরাসে আক্রান্ত প্রিন্স চার্লস - BANGLANEWSUS.COM
  • ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

করোনাভাইরাসে আক্রান্ত প্রিন্স চার্লস

STAFF USBD
প্রকাশিত মার্চ ২৫, ২০২০
করোনাভাইরাসে আক্রান্ত প্রিন্স চার্লস

সারা বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাব পড়েছে ব্রিটিশ রাজ পরিবারেও। ব্রিটেনের সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, ৭১ বছর বয়সী প্রিন্স অব চার্লস করোনাভাইরাসে আক্রান্ত হলেও তার স্ত্রী ক্যামিলা করোনাভাইরাসে আক্রান্ত হননি। বলা হয়েছে, প্রিন্স চার্লসের মৃদু সংক্রমণ হয়েছে। তবে তারা দু’জনেই বালমোরালে হোম কোয়ারেন্টিনে রয়েছেন

বাকিংহাম প্যালেস জানায়, দেশটির রানী তার সন্তানকে সর্বশেষ ১২ মার্চ দেখেছিলেন, তখন তার স্বাস্থ্য ভালো ছিল।

কেলারেন্স হাউস এক বিবৃতিতে জানায়, সরকার ও মেডিকেলের পরামর্শ অনুযায়ী প্রিন্স ও তার পত্নী স্কটল্যান্ডে নিজস্ব তত্ত্বাবধানে আইসোলেশনে রয়েছেন।

যুক্তরাজ্যে এ পর্যন্ত ৮ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এ ভাইরাসে এ পর্যন্ত ৪২২ জন আক্রান্ত ব্যক্তি মারা গেছেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।