করোনাভাইরাস ঠেকাতে সমগ্র গ্রিস লকডাউন করে ফেলা হয়েছে। অবরোধ করা হয়েছে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি মুসলিমপ্রধান শহরও।
গত কয়েকদিনে এই অঞ্চলে বেশ কয়েকজন আক্রান্ত ও অন্তত একজনের মৃত্যুর পর বুধবার জনবহুল সানথি নগরীতে তালাবন্দি করা হয়।
পুরো দেশ এক ভুতুড়ে অঞ্চলে পরিণত হয়েছে। রাস্তায় নেই কোনো জনমানব। অফিস-আদালত, দোকানপাট, রাস্তাঘাট সব বন্ধ করে দেয়া হয়েছে দুই সপ্তাহ আগেই।
জনমানবশূন্য এমন নগরী দীর্ঘ ইতিহাসে যেন গ্রিকবাসী ভয়াবহ এই পরিস্থিতি কখনও কল্পনা করেনি। সবাই চাপা উৎকণ্ঠায় নিজ গৃহে আবদ্ধ। খবর এএফপির।
১৫ দিনের জন্য সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস-আদালত বন্ধ করে দেয়া হয়েছে। সোমবার স্থানীয় সময় ভোর ছয়টা থেকে ১৫ এপ্রিল বেলা ৩টা পর্যন্ত গ্রিসে সবকিছু লকডাউন ঘোষণা করা হয়েছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।