ক্রিকেটার হাবিবুল বাশার সুমনের মার আর নেই - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১২:১৭, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ক্রিকেটার হাবিবুল বাশার সুমনের মার আর নেই

ADMIN, USA
প্রকাশিত মার্চ ২৮, ২০২০
ক্রিকেটার হাবিবুল বাশার সুমনের মার আর নেই

 

জাহাঙ্গীর হোসেন জুয়েল কুষ্টিয়া প্রতিনিধি ॥
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমনের মা কাজী রিজিয়া খাতুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনবার দুপুর সোয়া একটার দিকে কুষ্টিয়ায় বাশারের নিজ বাড়িতে ইন্তেকাল করেন তার মা। বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি ৫ ছেলে ও দুই মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কুষ্টিয়া পৌর গোরস্তানে মরহুমের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
সুমনের বড় ভাই ও ক্রিকেট কোচ এমদাদুল বাশার রিপন জানান, তার মা কয়েক বছর ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। গত কয়েকদিনে শরীরটা বেশি খারাপ হয়ে যায়।
এদিকে হাবিবুল বাশার সুমনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।