করোনার মধ্যেই চীনে দাবানল, দমকল কর্মীসহ নিহত ১৯ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:২৯, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

করোনার মধ্যেই চীনে দাবানল, দমকল কর্মীসহ নিহত ১৯

ADMIN, USA
প্রকাশিত মার্চ ৩১, ২০২০
করোনার মধ্যেই চীনে দাবানল, দমকল কর্মীসহ নিহত ১৯

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই চীনের সিচুয়ান প্রদেশে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে। এই দাবানলের বিরুদ্ধে যুদ্ধে যাওয়া ১৮ জন দমকলকর্মী ও তাদের একজন গাইড মারা গেছেন। মঙ্গলবার সকালে তাদের মৃত্যু হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, দমকল কর্মীদের ওই দলটি হঠাৎ বাতাসের দিক পরিবর্তনের কারণে আটকা পড়ে যায়।

সিচুয়ান প্রদেশে ১ হাজার হেক্টরের বেশি এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। ওই এলাকায় ২ হাজারের বেশি দমকল বাহিনী ও উদ্ধারকর্মী পাঠানো হয়েছিল। দাবানল ছড়িয়েপড়া এলাকা থেকে ১২০০ জনকে সরিয়ে ফেলা হয়েছে।

সোমবার স্থানীয় একটি ফার্ম থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রবল বাতাসে দ্রুত আগুন পর্বতাঞ্চলে ছড়িয়ে পড়ে।

যে দমকল কর্মীদের মৃত্যু হয়েছে তারা ২২ জনের একটি দলে ছিলেন। এদের মধ্যে স্থানীয় একজন খামারকর্মীও ছিলেন। তিনি দলটির পথপ্রদর্শক হিসেবে কাজ করছিলেন। তবে তাদের মধ্যে তিনজনকে সংকটাপন্ন অবস্থায় পাওয়া গেছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।