সুনামগঞ্জে ওএমএস’র ৩০ বস্তা চালসহ ২ জন আটক - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:১৪, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জে ওএমএস’র ৩০ বস্তা চালসহ ২ জন আটক

STAFF USBD
প্রকাশিত এপ্রিল ১, ২০২০
সুনামগঞ্জে ওএমএস’র ৩০ বস্তা চালসহ ২ জন আটক

সুনামগঞ্জ শহরতলির গৌরারং ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে ওএমএস’এর চাল কালোবাজারে বিক্রি করার অভিযোগে ওএমএস ডিলারসহ জাপা নেতাকে আটক করেছে ডিবি পুলিশ ।

মঙ্গলবার ভোর রাতে ডিবি পুলিশের একটি দল গৌরারং ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের জগন্নাথপুর এলাকায় ওএমএস’এর ১০ কেজি চালের বস্তা পরিবর্তন করে খোলা বাজারের বস্তায় ভরে বিক্রি করার সময় ৩০ বস্তা চালসহ ওএমএস’এর ডিলার বিপ্লব কুমার দাস ও জাপা নেতা মো. শওকতকে আটক করে।
আটককৃতদের ডিবি পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিবি’র ওসি মুক্তাদীর আহমদ জানান, আটককৃতদের বিরুদ্ধে সরকারী চাল আত্মসাতের মামলা প্রক্রিয়াধীন। মামলা গ্রহণ শেষে আজকের (মঙ্গলবার) মধ্যেই আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।