চাটমোহর (পাবনা) :
চলতি মৌসুমে পাবনার চাটমোহরে গমের বাম্পার ফলন হয়েছে। বাজারে গমের দামও বেশ ভাল। এ দুই মিলে করোনা আতংকের মধ্যে গম চাষীদের চোখে মুখে হাসি ফুঁটেছে। তবে বিনা হালে গম চাষাবাদে উৎপাদন খরচ কম হওয়ায় কৃষকরা বেশি লাভবান হচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা এএ মাসুম বিল্লাহ জানান, উপজেলায় ৪ হাজার ৩’শ ১০ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। এর মধ্যে কিছু নিচু জমিতে বিনা হালে গম চাষ করেছেন কৃষক। গত বছর গম চাষ হয়েছিল ৪ হাজার ১’শ ৬০ হেক্টর জমিতে। গত বছরের চেয়ে এ বছর ১’শ ৫০ হেক্টর জমিতে গম চাষ বেশি হয়েছে। উৎপাদন ভাল হওয়ায় কৃষক লাভবান হবেন।
উপজেলার বেজপাড়া গ্রামের মৃত তাজিরুদ্দিন সরদারের ছেলে গম চাষী আবু বকর সিদ্দিকী বলেন, এ বছর আড়াই বিঘা জমিতে গম আবাদ করেছি। বোনার সময় কোন জমিতেই চাষ বা লাঙল দেইনি। রবি মৌসুমের শেষ দিকে এসে জমি থেকে ব্রীধান-৭ কাটার ঠিক দু একদিন আগে কর্দমাক্ত জমিতে গমের বীজ ছিটিয়েছিলাম।
বীজ, সার, বালাইনাশক, সেচ ও কাটাবাবদ বিঘা প্রতি প্রায় চার হাজার টাকার মতো খরচ হয়েছে। গড়ে প্রায় ১২ মন হারে ফলন হচ্ছে। হাট বাজারে প্রতিমন গম সাড়ে ৯’শ টাকা বিক্রি হচ্ছে। সে হিসেবে এক বিঘা জমিতে প্রায় নয়-দশ হাজার টাকা লাভ হয়েছি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।